আজ ইমাম হুসাইনের (আ.) পুত্র আলী ইবনুল হুসাইন তথা ইমাম জয়নুল আবেদীনের (আ.) শাহাদাত বার্ষিকী । কারবালার মহাট্র্যাজেডির ৩৪ বছর পর ৯৫ হিজরির ২৫ মুহাররাম ৫৭ বছর বয়সে শাহাদত বরণ করেছিলেন হযরত ইমাম যইনুল আবেদীন (আ.)। ষষ্ঠ উমাইয়া শাসক ওয়ালিদ বিন আবদুল মালিক বিষ প্রয়োগ করে এই মহান ইমামকে শহীদ করে।
সংবাদ: 3444462 প্রকাশের তারিখ : 2015/11/07